ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ীর পুরাতন থানা ভবনের সামনে বাসের ধাক্কায় এক বাই সাইকেল আরোহী ষাটর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ জানান, সোমবার(২৮এপ্রিল) দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহি বাস ধনবাড়ী পুরাতন থানা ভবনের সামনে পৌঁছলে এসময় এক বৃদ্ধ বাই সাইকেল চালিয়ে বাড়ীর দিকে যাচ্ছিলেন। এমন সময় বাসের ধাক্কায় বৃদ্ধা গুরুত্বর আহত হন। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তি কে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় ঘাতক বাসটি চালক সহ পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে থানা আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত বৃদ্ধ সোহরাব মুন্সী (৬৭) ধনবাড়ী পৌরসভার কুমারগাতা এলাকার বাসিন্ধা। পেশায় তিনি ধনবাড়ী আম বাগান মোড়ে সুপারির ব্যবসায়ী ছিলেন।