টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুরের মমিনপুর এলাকায় মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) দুপুরে মমিনপুরে অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৬ ধারা লংঘনের জন্য ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আগামী দিনে এধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।