বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৩ আগষ্ট) সকালে ধনবাড়ী শাখা কার্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন” ধনবাড়ী উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি এর সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধক ও শপথ পাঠ করান “বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ এবং “বাংলাদেশ মানবাধিকার কমিশন ” টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফজলুল হক ।
“বাংলাদেশ মানবাধিকার কমিশন” ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশ মানবাধিকার কমিশন” টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন । হাফেজ খায়রুল ইসলাম মুন্সি কে সভাপতি এবং মোঃ ইদ্রিস আলী খান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দু বছরের জন্য মোট ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে ।