হাফিজুর রহমান:টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিবার ও শিশু কল্যান কেন্দ্র কার্যালয় নরিল্যাতে ধনবাড়ী ও মধুপুরের অসহায় দুস্থ গরীব পরিবারের মাঝে কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৮জুন২৪) সকালে পরিবার ও শিশু কল্যান কেন্দ্র কার্যালয় প্রাঙ্গাণে ইসলামিক রিলিফ বাংলাদেশ’র পক্ষ থেকে এক হাজার চার’শ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ’র পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক মোট প্রায় দুই হাজার পরিবারের মাঝে কুরবানীর মাংস বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পরিবার ও শিশু কল্যান কেন্দ্রের পরিচালক ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।
এসময় ইসলামিক রিলিফ বাংলাদেশ’র প্রতিনিধি আমিনুল ইসলাম কাইয়ুম, ধনবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা এস এম ফারুক ইমাম, ধনবাড়ী প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, পরিবার ও শিশু কল্যান কেন্দ্রের অর্থ পরিচালক শফিউর রহমান, মনিটরিং অফিসার মনিরুল হাসান, গোলাবাড়ী ইউপি সদস্য আব্দুল মোতালেব,সখিনা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।