বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকসহ নানা অপরাধ নির্মূলে সদা সর্বদা তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ।
ধনবাড়ী উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটি ও উপজেলা মাসিক সমন্বয় সভার অনুষ্ঠানে তিনি এসবকথা বলেন। বৃহস্পতিবার(২০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদের এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার আমির অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফা হোসাইন, প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বিল্পব কুমার পাল, কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ ও সরকারী ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল বারীসহ সহ অন্যান্যরা।
বক্তারা সভায় ধনবাড়ী উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, বখাটে, চুরি-ছিনতাই, ঘুষ কারবারি বন্ধ সহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করেন।











