টাঙ্গাইলের দেলদুয়ারে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৫১০ জন প্রান্তিক ও মাঝারি কৃষক বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান। অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, সহকারী অফিসার ইমরান আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নূরুল ইসলাম, এনসিপি উপজেলা সমন্বয়ক উর্মি আক্তার।
কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান জানান, উপজেলায় ৫৫১০ জন প্রান্তিক ও মাঝারি কৃষককে এ প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৫ হাজার কৃষক পাবেন ১ কেজি সরিষা বীজ ২০ কেজি সার, ৩৫০ জন কৃষক পাবেন ২০ কেজি গম বীজ ২০ কেজি সার, ১০০ জন কৃষক পাবেন ৫ কেজি মসুর বীজ ২০ কেজি সার ও ৬০ জন কৃষক পাবেন ১ কেজি সূর্যমুখী বীজ ও ১৫ কেজি সার।











