টাঙ্গাইলের দেলদুয়ারে নাশকতার আশঙ্কায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাতে স্ব স্ব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ছাত্রলীগ নেতা সুমন মোল্লা (৩০), দেলদুয়ার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং দেলদুয়ার মোল্লা বাড়ীর মোতালেব মোল্লার ছেলে। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হামিদুল ইসলাম মজনু (৪৩), দেলদুয়ার দক্ষিণ পাড়ার মৃত নেওয়াজ আলীর ছেলে, ফাজিলহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে সরকার শহিদ (৪৮), কামার নওগা গাছপাড়ার চান মিয়ার ছেলে।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সহযোগী ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে দেলদুয়ার থানা পুলিশ সূত্রে জানা গেছে। এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।