টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ও উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এনসিপি’র কেন্দ্রীয় সদস্য মেজর (অবঃ) সালাউদ্দিন উপজেলা কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন।
তিনি টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) সংসদীয় আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। প্রধান সমন্বয়কারী উর্মি আক্তারের সভাপতিত্বে যুগ্ম সমন্বয়কারী সোহেল রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আল ইমরান নাইম, এডভোকেট জায়েদ বিন নাছের, কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী, এনসিপি’র জেলা সদস্য শেরশাহ, ইসরাত জাহান রুমি প্রমূখ।
কমিটির অন্য সদস্যরা হলেন, সৌরভ সরকার, শাকিল মিয়া, টুটুল মিয়া, সালমা বেগম, ইমদাদুল হক, রিনা বেগম, রাকিব হোসেন, শহিদুল ইসলাম খান, কোরেশ মোহাম্মদ ফরিদ, আবুল কালাম আজাদ, শহিদুল কবির, সবুজ মিয়া, নুরুল হোসেন, আলমগীর হোসেন, রাসেল মিয়া, বাবু মিয়া, আসিফ মিয়া, সালামতুল্লাহ্, রতন মিয়া ও জুয়েল খান।