আরিফ উর রহমান টগর: টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের দ্রুব তেলের পাম্প ও বাসা ভাঙচুর-অগ্নিকান্ডসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের গাড়ী ও সাংবাদিক অলক কুমারে মটোরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
৪ আগস্ট রোববার বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে ১২ টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর আগে সকাল থেকেই পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
একদিকে শহরের বটতলা, প্রেসক্লাবের সামনে ও নিড়ালা মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকসহ সাধারণ মানুষ। অপরদিকে শহরের মেইন রোডে ,বড় কালিবাড়ি ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও আওয়ামীলী লীগের কর্মীরা অবস্থান করছে । পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল এক মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গিয়ে এমপি তানভীর হাসান ছোট মনিরের দ্রুব পাম্পে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিতে কয়েকজন শিক্ষার্থী বটতলা থেকে প্রেসকøাবের দিকে রওনা দিলে ছাত্রলীগের কয়েকজন কর্মী ওই ছাত্রীদের উপর হামলা করলে এ খবর ছড়িয়ে পরে। পরে শিক্ষার্থীরা এসে বটতলায় বিবেকান্দ স্কুলে ভাঙচুর চালায়। এসময় বিকোন্দ স্কুলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়ীটিসহ অজ্ঞাত একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এরপর মিছিলটি সিএমবি রোডের দিকে গেলে সেখানে ছাত্রলীগ বাঁধার সৃষ্টি করে গুলি করে। পরে বিক্ষুব্দ শিক্ষার্থীরা সাংবাদিক অলক কুমারের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে মিছিলটি ছোট কালিবাড়ির দিকে গেলে সেখানেও ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে দাওয়া পাল্টা ধাওয়া হয় ও ফাঁকা গুলি করে। একপর্যায়ে ভুঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্যের আদালত পাড়ার বাসায় ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
পরে আন্দোলরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থিত এমপি ছোট মনিরের দ্রুব তেলের পাম্পটিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। সাধারণ শিক্ষার্থীরা জানায় তাদের শান্তিপুর্ণ মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা করায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন জানান,ধৈর্য সহকারে ও জনগনের জানমালের নিরাপত্তা দিতে সর্তক অবস্থায় পুলিশ দায়িত্ব পালন করছে। শহরে ছোট-খাটো ঘটনা ছাড়া কোন হতাহতোর ঘটনা ঘটেনি। পরো শহরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।