সম্প্রতি দেশের কয়েকটি জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে ভয়াবহ বন্যা মোকাবেলায় এবং বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে টাঙ্গাইলের বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস— এসএসএস। সংস্থাটি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের জন্য ছয় কোটি টাকা বরাদ্দের মাধ্যমে বন্যা কবলিত জেলাগুলোতে ত্রান সামগ্রী বিতরণ শুরু করেছে। জেলাগুলোর মধ্যে সংস্থার ১৫৩টি শাখার মধ্যে ১০৭টি শাখাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ময়মনসিংহ রোডে অবস্থিত এসএসএস—এর প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। সংস্থার সিনিয়র পরিচালক সন্তোষ চন্দ্র।
লিখিত বক্তব্যে তিনি জানান, এসএসএস একটি সমাজ উন্নয়নমূলক ও মানবিক সংস্থা হিসেবে শুরু থেকেই বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গসহ প্রয়োজনের মুহূর্তে দেশের মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। দেশের একটি শীর্ষস্থানীয় ও সমাজকল্যাণমূলক সংস্থা হিসেবে সম্প্রতি বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি—বেসরকারি সংস্থার পাশাপাশি এসএসএস—ও ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেছে। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সংস্থার সকল কমীর্র একদিনের বেতনের সমপরিমাণ অর্থ (এক কোটি টাকা) অন্তবতীর্কালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। পাশাপাশি বন্যার্তদের ত্রাণ সহায়তার জন্য ১৩টি উপকরণ সম্বলিত (চাল, ডাল, চিড়া, আলু, তেল খেজুর, লবণ, মোমবাতি, ওরস্যালাইন, গুঁড়া দুধ, বিস্কুট প্রভৃতি) ১০,০০০টি প্যাকেট বন্যাদুর্গত এলাকায় ত্রাণ হিসেবে প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকায় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংস্থায় কর্মরত মেডিক্যাল অ্যাসিস্টেন্টদের মাধ্যমে ২০টি মেডিক্যাল ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা প্রশাসন স্থানীয়ভাবে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য সদর উপজেলায় এসএসএস—কে দায়িত্ব প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক শামছুল আরেফিন, যুগ্ম পরিচালক ফযসাল আহমেদ ও সহকারী পরিচালক ফযসাল আহমেদ।
সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা বলেন, বন্যাদুর্গত এলাকায় সংস্থার সমিতিভুক্ত সদস্যদের চাহিদা অনুযায়ী পুনর্বাসনের (কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ঘর মেরামত, ওয়াটার, স্যানিটেশন প্রভৃতি বিষয়ে) জন্য সংস্থা ৩.৫০ কোটি টাকা অনুদান প্রদানের জন্য অর্থ বরাদ্দ করেছে। এছাড়া চলমান ক্ষুদ্র অর্থায়ন ঋণের পাশাপাশি দুযোর্গ কাটিয়ে ওঠার জন্য অত্যন্ত সহজশর্তে ৩০ কোটি টাকা দুযোর্গকালীন—সাহস ঋণ প্রদানের পরিকল্পনা রয়েছে।
সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশের পঞ্চম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে এসএসএস ৫০টি জেলায় ৬৫৯টি শাখার মাধ্যমে ১১,০৫,০০০টি পরিবারকে বিভিন্ন আর্থিক ও জনকল্যাণমূলক সেবা—পরিষেবা (ক্ষুদ্র অর্থায়ন, শিক্ষা ও শিশু উন্নয়ন, স্বাস্থ্যসেবা কার্যক্রম, কৃষি—মৎস্য—প্রাণিসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, ত্রাণ ও পুনর্বাসন প্রভৃতি) প্রদান করছে।