রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন শিক্ষার্থী শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
গত ১৯ আগস্ট গত পরশু দিন কোচিং সেন্টারে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটির জেরে আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলম।
আজ দুপুর দুইটার পর পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সাইন্সল্যাবের পরিস্থিতি শান্ত হয়েছে এখন। যানচলাচলও স্বাভাবিক। এদিকে, সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।