ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কারচুপির নির্বাচন আখ্যা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে ক্ষোভ উমামা ফাতেমা লেখেন: “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।” এর আগে দেয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি লেখেন: “চলিতেছে সার্কাস। কে কে দেখতেসেন?” অন্য প্রার্থীদের অভিযোগ
ডাকসুর ভোটে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। অন্যদিকে, জিএস প্রার্থী হামীম ভোট গণনায় জালিয়াতি, কারচুপি ও ইভিএম মেশিনের ত্রুটির অভিযোগ করেন।