যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সতর্ক করেছেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ভারতকে রাশিয়া ও চীনের দিকে ঠেলে দিতে পারে। তার মতে, এ পদক্ষেপে কয়েক দশকের মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা ঝুঁকিতে পড়বে।
সিএনএন‘কে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন বলেন, ট্রাম্পের শুল্কভার ভারতের ওপর বাড়ানো হলেও চীনের প্রতি তিনি তুলনামূলক নমনীয়। এতে ভারতের ক্ষোভ বাড়তে পারে। ভারতের বিরুদ্ধে ট্রাম্পের ভারী শুল্ক আর চীনের প্রতি নরম অবস্থান একটি বিশাল ভুল, মন্তব্য করেন তিনি। বোল্টন জানান, ট্রাম্পের এই বাণিজ্যনীতি মার্কিন দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করছে। কারণ, যুক্তরাষ্ট্র বন্ধু ও শত্রু উভয়ের ওপরই সমানভাবে শুল্ক বসাচ্ছে। এতে অর্থনৈতিক সুফলের চেয়ে আস্থার ক্ষতিই বেশি হচ্ছে বলে দাবি তার।
তিনি আরও বলেন, হোয়াইট হাউস যদি চীনের তুলনায় ভারতকে বেশি শুল্কের আওতায় আনে, তবে তা বড় ভুল হবে। বোল্টনের মতে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ভারতের তুলনায় অনেক বেশি। তবুও চীনের অন্যায্য বাণিজ্য আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিয়ে বরং শুল্ক ইস্যুতে ছাড় দেওয়া হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে অতিরিক্ত এই ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগের ২৫ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত শুল্ক আরোপকে ‘চরম দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে। তাদের দাবি, রাশিয়ার সঙ্গে শুধু ভারতই নয়, আরও অনেক দেশ বাণিজ্য করছে।