অদ্য ০২ ডিসেম্বর ২০২৩ তারিখে সকাল আনুমানিক ৯.০ ঘটিকায় টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় বন সংরক্ষক জনাব মোঃ আবু সালেহ এর নেতৃত্বে মির্জাপুর উপজেলাধীন বাশতেল রেঞ্জ কর্মকর্তা, ষ্টাফ ও সদর রেঞ্জ কর্মকর্তা সহ টহল দলের সদস্যদের এক অভিজযানে ১১২ টি গজারী বল্লী ভর্তি একটি ট্রাক ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৮২ আটক করা হয়।
জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে অংশগ্রহন কারীরা গজারী বল্লী ভর্তি গাড়িটিকে সিগনাল দিলে রাস্তার পাশে গাড়িটি থামিয়ে ড্রাইভার ও হেলপার দ্রুত গাড়ি রেখে পলায়ন করায় কাউকে হাতে নাতে আটক করা সম্ভব হয় নাই।
অভিযান পরিচালনাকারী জনাব আবু সালেহ সহকারী বন সংরক্ষক জানান কিছু দুষ্কৃতিকারী লোক বন আইন অমান্য করে রাতের আধারে অবৈধভাবে মূল্যবান গজারী গাছ পাচার করে থাকে। এ বিষয়ে তাদের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে গজারী বল্লী সমেত তিনটি গাড়ী জব্দ করতঃ বন বিভাগের হেফাজতে আছে।
ভবিষ্যতে গাছ চুরির বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।