সম্প্রতি কতিপয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ ওষুধ ব্যবসায়িদের একাংশ সমর্থিত বর্তমান কমিটির আহ্বায়কসহ নেতৃবৃন্দরা।
শনিবার দুপুরে শহরের মেইন রোডস্থ জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন একাংশ সমর্থিত বর্তমান কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউর রহমান জিন্নাহ্। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, প্রতিপক্ষ মিথ্যা তথ্য আর ভুয়া রেজুলেশন বানিয়ে সংবাদ পরিবেশনে সহযোগিতা করেছেন। প্রকৃত তথ্য উপস্থাপন হয়নি প্রকাশিত সংবাদে। নব গঠিত আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন প্রসঙ্গে আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী জানা, কেন্দ্রে অনুমোদনের জন্য কমিটির পাঠানো হয়েছে।
মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতৃবৃন্দ আত্মগোপনে চলে যাওয়ায় সমিতির কার্যক্রম বন্ধ ছিল। সাধারণ ব্যবসায়িদের সমর্থনে গঠিত নতুন কমিটির সমিতির কার্যক্রম পরিচালনা শুরু করেছে। সমিতির সাবেক সহ-সভাপতি আবু তাহের সমিতির ঘর কেনা প্রসঙ্গে জানিয়েছেন, ঘরের ভাড়া পরিশোধ করতে না পারার ক্ষোভে ঘরের মালিক তোরা মিয়ার ছেলে আমার কাছে ঘরটি বিক্রি করেন। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে সেটি সমিতির নামে লিখে দেয়া হয়েছে।
সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান জিন্নাহ ড্রাগ লাইসেন্সের ২৫/ ৩০ লাখ টাকা আত্মসাতের তথ্য ও সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন। টাকা কেন্দ্রের নিয়ম অনুযায়ী উত্তোলন হয়। টাকা গুলো কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছিল। ওই টাকা আমার পকেটে রাখা বা আত্মসাত করার কোন সুযোগ নেই। টাকা আত্মসাতের প্রমান দিতে পারলে রাজনীতি ছেড়ে দেয়ার অঙ্গীকার করেন তিনি।