টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাট বৈরাণ গ্রামে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর পূর্ণিমা অনুষ্ঠান। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলামের উদ্যোগে ও তত্ত্বাবধানে আয়োজনটি তাঁর বাড়ি সংলগ্ন বৈরাণ নদীর ঘাটে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। স্বাগত বক্তব্য প্রদান করেন মো: আমিনুল ইসলাম নিজে।
জোছনালোকিত শরৎ সন্ধ্যায় অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা সভাপতি ও প্রেসক্লাব যুগ্ম সম্পাদক শাহানুর আহমেদ সোহাগ। অনুষ্ঠানটি স্থানীয় শিল্পীদের সঙ্গে জাসাসের শিল্পীবৃন্দের সহযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে।
গান পরিবেশন করেন গোপালপুরের আইকন এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পী রাকিব হাসান, এছাড়াও অংশ নেন আলমগীর হোসেন, মো: রফিকুল ইসলাম, বাপন, বিপ্লব, সাইফুল ইসলাম, বিশ্বজিৎ চক্রবর্তী, লিটন, লালমিয়া সহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ও নেতৃবৃন্দ, যেমন:
বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম রফিক
বিশিষ্ট ব্যবসায়ী মো: আজিজুল জলিল (রতন)
শহর শ্রমিক দলের সভাপতি মো: জামাল হোসেন জামালী
বিএমজিটিএ টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যাপক কে.এম শামীম
গোপালপুর উপজেলা জাসাস সিনিয়র সহ-সভাপতি মির্জা মনি
পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন
ওলামা দলের হাজ্বী মো: বোরহান উদ্দিন
ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান
মো: আয়নাল হোসেন মাষ্টার
নগদা শিমলা ইউনিয়ন জাসাস সভাপতি মো: কালাম মিয়া
অত্র এলাকার দর্শক-শ্রোতাবৃন্দের উপস্থিতি ছিল চমকপ্রদ। মো: আমিনুল ইসলামের তত্ত্বাবধানে এবং জাসাসের সহযোগিতায় চন্দ্রালোকিত পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান দর্শক ও স্থানীয়দের আনন্দ-উচ্ছাসে ভরিয়ে তোলে।