টাঙ্গাইলে আবারো বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দেন মিয়া রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে জানিয়েছেন গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৬ জন, মধুপুর উপজেলায় ৮ জন এবং ধনবাড়ী উপজেলায় ৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৯ জন ডেঙ্গু রোগী।
চলতি বছরের জানুয়ারী থেকে আজ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৬৪ জন এবং মারা গেছেন ৩ জন।