মোঃ মুসা মিয়া: টাঙ্গাইলে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ জন দালালকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে এ অভিযান চালোনো হয়। র্যাব জানায়, আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ড ও অর্থদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও নুসরাত জাহান। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন বলেন, আটককৃতরা হাসপাতালে আসা রোগীদের ভুলিয়ে-ভালিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসা শেষে কমিশন নিয়ে থাকেন তারা। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
উক্ত দালাল চক্রের সদস্যগণ হাসপাতালে আগত অসহায় ও দরিদ্র রোগীদের সুচিকিৎসার আশ্বাস প্রদান করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে প্রেরণ করে পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসার নাম করে অর্থ আত্মসাৎ করে আসতেছিল।

গ্রেফতারকৃত দালাল চক্রের সদস্যদের নাম, পরিচয় ও সাজার পরিমাণ: রাকিব আহমেদ হৃদয় (২৮), পিতা- রমিজ উদ্দিন, সাং- মোমিন নগর মধ্যপাড়া, থানা – দেলদুয়ার- জেলা- টাঙ্গাইল।( ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)। রেজাউল করিম ( ৪৮), পিতা- আলী সরদার, সাং- গালা পশ্চিমপাড়া, থানা ও জেলা টাঙ্গাইল, (১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)। মাসুদ রানা (২২), পিতা- আজিজুল, সাং- নন্দবালা, থানা ও জেলা টাঙ্গাইল, (১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)। আব্দুল্লাহ (২৪), পিতা- মেনু মিয়া, সাং- বল্লা মসজিদ পাড়া, থানা কালিহাতি জেলা টাঙ্গাইল, (৩০০০ হাজার টাকা জরিমানা)। আমিনুল ইসলাম(৩৩), পিতা-মৃত, মোহাম্মদ আলী, সাং- কালোহা,থানা কালিহাতি, জেলা টাঙ্গাইল, (১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)। মোস্তফা প্রামানিক (৫২), পিতা- আকবর হোসেন প্রামানিক, সাং- নগর বাড়ি, থানা কালিহাতি জেলা টাঙ্গাইল, (১০০০০ টাকা জরিমান)। বুলবুল শেখ (২৭), পিতা-নজরুল ইসলাম, সাং- গোড়াবাড়ি পূর্বপাড়া, থানা ঘাটাইল জেলা টাঙ্গাইল, (৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)। বিবেক ঘোষ (২৬), পিতা- রতন ঘোষ, সাং- সাবালিয়া মধ্যপাড়া, থানা ও জেলা টাঙ্গাইল, (৫০০০ টাকা জরিমানা)। জিন্নাত আলী (২৬), পিতা- হাকিমুদ্দিন, সাং- মাকরকুল, থানা ও জেলা টাঙ্গাইল, (৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)। সুমন (২৬), পিতা- আলিম, সাং- উত্তর তারটিয়া, থানা ও জেলা টাঙ্গাইল, (১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)। জাহিদুল ইসলাম(২৪), পিতা- শাকিব উদ্দিন, সা- গারিন্দা, থানা ও জেলা টাঙ্গাইল, (১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)। আলমগীর হোসেন (৬৫), পিতা- শাকিব উদ্দিন, সাং- গারিন্দা, থানা ও জেলা টাঙ্গাইল, (১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)। আব্দুর সাত্তার (২৫),(০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)। ইব্রাহিম (৩৫), (১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন)।











