টাঙ্গাইলে এই প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে “শহীদ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” আয়োজন করা হয়েছে। আসছে ১লা নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও ওয়ালটনের সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল স্টেডিয়ামে এই “শহীদ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক আবু নাসের মানিকের সভাপতিত্বে গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে জেলা ক্রীড়া সংস্থায় টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির সদস্য সচিব মেহেদী হাসান মারুফ “শহীদ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” এর সময় সূচি প্রকাশ করে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্য়কারী সদস্য শাহ আজিজ তালুকদার বাপ্পি, সাংবাদিক সোহেল রানা, টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রত্যেকটি দলের কর্মকর্তা, সিনিয়র ক্রিকেট খেলোয়ারসহ অন্যান্য খেলোয়ারবৃন্দ। এই টুর্নামেন্টে মোট ৮ টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে।
এই ৮ টি ক্রিকেট দল গ্রুপ “এ” তে ইয়ং স্পোর্টিং ক্লাব, টাঙ্গাইলটাইগার্স, টাঙ্গাইল ইউনিক ক্লাব ও আরামবাগ স্পোর্টিং ক্লাব এবং গ্রুপ “বি” তে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সখিপুর ক্রিকেট এলিভেন, কালিহাতী গ্রিন ওয়ারিয়্ধসঢ়;স ও আমেনা স্পোর্টস হাউস অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের সময় সূচি থেকে জানা যায়, আসছে ১ লা নভেম্বর সকাল ১০ ইয়ং স্পোর্টিং ক্লাব সাথে আরামবাগ স্পোর্টিং ক্লাব, ২ নভেম্বর সকাল ৯ টায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সাথে আমেনা স্পোর্টস হাউস এবং দুপুর ১ টায় সখিপুর ক্রিকেট এলিভেন সাথে কালিহাতী গ্রিন ওয়ারিয়্ধসঢ়;স, ৩ নভেম্বর সকাল ৯ টায় টাঙ্গাইল ইউনিক ক্লাব সাথে আরামবাগ স্পোর্টিং ক্লাবএবং দুপুর ১ টায় টাঙ্গাইল টাইগার্স সাথে ইয়ং স্পোর্টিং ক্লাব, ৪ নভেম্বর সকাল ৯ টায় সখিপুর ক্রিকেট এলিভেন সাথে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং দুপুর ১ টায় আমেনা স্পোর্টস হাউস সাথে কালিহাতী গ্রিন ওয়ারিয়্ধসঢ়;স,
৫ নভেম্বর সকাল ৯ টায় টাঙ্গাইল টাইগার্স সাথে আরামবাগ স্পোর্টিং ক্লাব এবং দুপুর ১ টায় ইয়ং স্পোর্টিং ক্লাব সাথে টাঙ্গাইল ইউনিক ক্লাব, ৬ নভেম্বর সকাল ৯ টায় কালিহাতী গ্রিন ওয়ারিয়্ধসঢ়;স সাথেব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং দুপুর ১ টায় সখিপুর ক্রিকেট এলিভেন সাথে আমেনা স্পোর্টস হাউস ও ৭ নভেম্বর সকাল ৯ টায় টাঙ্গাইল টাইগার্স সাথে টাঙ্গাইল ইউনিক ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রুপ থেকে দুইটি করে দল সেমিফাইনাল খেলবে ৯ নভেম্বর। পরবর্তীতে ফাইনাল খেলার সময় সূচী জানানো হবে।