সমাচার ডেস্ক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ক্লাব রোডস্থ ইউনিটের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিটের সেক্রেটারি এম এ রৌফ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিটের অফিসার ইনর্চাজ জিয়াউল হক, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিটের যুব প্রধান আল আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডলি আক্তার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য হায়দার আলী প্রমুখ।
পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিটের সকল সদস্য ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।