সমাচার ডেস্ক : টাঙ্গাইলে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বিকেলে জেলা ফুটবল এসোসিয়েশনে উদ্যোগে জেলা পরিষদ সংলগ্ন কালেক্টররেট মাঠে এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মিন মোহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মাসুরুল ইসলাম মাসুক প্রমুখ।
মেলায় হস্ত ও কুটির শিল্পের পন্যসহ দেশি-বিদেশি বিভিন্ন পণ্য পাওয়া যাবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য কিছু রাইড আছে মেলায় যা শিশুদের আনন্দ ও বিনোদন দিতে পারবে। মেলায় মোট ১০০টি স্টল রয়েছে।