টাঙ্গাইলে অভিনব কৌশল অবলম্বন করে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস ও মূল্য তালিকা না থাকায় পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে সাড় তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশন এবং বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শহরের সাত্তার শপিং মলে এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন,টাঙ্গাইলের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহারের বিষয়টি প্রমানিত হয়। পরে অবৈধভাবে গ্যাস সরবরাহ ও সিল ব্যবহার করার অভিযোগে ওই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে,বৃহস্পতিবার সকালে শহরের সাত্তার শপিং মলে নকল কসমেটিকস ও পণ্যে সঠিক মূল্য তালিকা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও তাদেরকে সতর্ক করা হয়। পাশাপাশি ভেজাল পণ্য জব্দ করা হয়। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ভোক্তা অধিকার থেকে জানানো হয়।