সমাচার ডেস্ক : সারা দেশে ন্যায় টাঙ্গাইলেও তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় বৃষ্টি কামনায় টাঙ্গাইলে বিশেষ নামাজ বা ইসতিসকার (পানির জন্য প্রার্থনা) নামাজ আদায় করেন মুসল্লিরা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কোর্ট চক্তরের হেলিপ্যাটের সামনে এ নামাজ আদায় করেন তারা।
মুসুল্লিরা জানায়, দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছেনা, বৃষ্টির জন্য দেশের অনেক মানুষের ফসলি জমির নষ্ট হচ্ছে। এই গরমের তাপে অনেক মানুষ হিট স্টোকে মৃত্যু বরণ করছে। যার কারণে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করা হলো।
এসময় শহরের ওলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।