টাঙ্গাইলে প্রাণ-আরএফএল গ্রুপের পাওয়ার গ্রুপের বিক্রয় পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিক্রয় কার্যক্রমে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ চারটি স্মার্টফোন তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রাণ-আরএফএল গ্রুপের টাঙ্গাইল জোনাল অফিসে এক অনাড়ম্বর কিন্তু প্রাণবন্ত পরিবেশে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ বেভারেজ লিমিটেডের পাওয়ার গ্রুপের হেড অব সেলস নুর নবী। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জোনের টেরিটরি সেলস ম্যানেজার আব্দুল কুদ্দুস, স্থানীয় পরিবেশক, বিক্রয় প্রতিনিধি এবং কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রাণ বেভারেজ লিমিটেডের পাওয়ার গ্রুপের পক্ষে বিক্রয় পরিবেশক রফিকুল ইসলাম তার অসাধারণ বিক্রয় পারফরম্যান্সের জন্য পুরস্কার হিসেবে পেয়েছেন সর্বাধুনিক আইফোন ১৬ প্রো ম্যাক্স। এছাড়া গত তিন মাসে সর্বোচ্চ পারফরম্যান্স অর্জনের স্বীকৃতিস্বরূপ আরও তিনজন বিক্রয় প্রতিনিধি স্মার্টফোন পুরস্কার পেয়েছেন।
পুরস্কার প্রদান শেষে বক্তব্যে ডিজিএম নুর নবী বলেন, বিক্রয় পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরাই আমাদের ব্যবসার মূল চালিকা শক্তি। তাদের কঠোর পরিশ্রম, সততা ও নিবেদনেই আজ প্রাণ কোম্পানির পাওয়ার গ্রুপ এই পর্যায়ে পৌঁছেছে। তাদের প্রচেষ্টার স্বীকৃতি দিতে এবং উৎসাহ জোগাতেই আমাদের এই পুরস্কার কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কোম্পানির বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিক্রয়ের পাশাপাশি সেবার মান ও বাজারে ব্র্যান্ডের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে।
আইফোন ১৬ প্রো ম্যাক্স প্রাপ্ত বিক্রয় পরিবেশক রফিকুল ইসলাম পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি প্রাণের পাওয়ার গ্রুপের ব্যবসা নিয়ে আমার ব্যবসার পুরস্কার হিসেবে আমার মা বাবাকে প্রাণ কোম্পানির পক্ষেল পবিত্র হজ পালন করতে পাঠাতে পারছি। আমি প্রাণের পাওয়ার গ্রুপের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। আজ আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে পেয়ে সত্যিই অনেক আনন্দিত। এমন স্বীকৃতি আমাদের কাজের প্রেরণা আরও বাড়িয়ে দেয়।
অন্যদিকে পুরস্কার পাওয়া বিক্রয় প্রতিনিধি আরেফিন বলেন, আমরা মাঠে প্রতিদিন কঠোর পরিশ্রম করি। কোম্পানি যখন আমাদের সেই পরিশ্রমের মূল্যায়ন করে, তখন সত্যিই খুব ভালো লাগে। এই পুরস্কার আমাদের আরও অনুপ্রাণিত করবে ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স করতে।”
অনুষ্ঠান শেষে প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব সেলস নুর নবী সকল বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের বিক্রয় টিমই প্রাণ কোম্পানির প্রাণ। আপনারাই আমাদের আসল শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা একসঙ্গে আরও দূর এগিয়ে যাবো।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উচ্ছ্বাস, আনন্দ উৎসবের আমেজ। বিক্রয় প্রতিনিধিদের মুখে ছিল সন্তুষ্টি ও সাফল্যের হাসি। শেষে সবাই প্রাণ কোম্পানির ভবিষ্যৎ সাফল্য কামনা করে একে অপরকে শুভেচ্ছা জানান।