টাঙ্গাইলে র্যাবের অভিযানে পৃথক দুইটি ধর্ষণ মামলার দুইজন আসামী গ্রেপ্তার হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ও সন্ধায় ঘাটাইল উপজেলার ক্যান্টনমেন্ট বাজার ও রসুলপুর এলাকায় র্যাব পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার রৌমারীর শাহজাহান আলী (৪০) এবং গাজীপুর জেলার শ্রীপুরের রাসেল (২৪)। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম জেলার রৌমারী থানার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত অভিযুক্ত শাহজাহান আলী এবং ভুক্তভোগী একই এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর স্বামী সাত বছর আগে মৃত্যুবরণ করলে ধৃত অভিয্ক্তু বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন ও কুপ্রস্তাব দিতো। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে বসতবাড়িতে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করে। যার প্রেক্ষিতে ভিকটিম অন্তসত্ত্বা হয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় মামলা হয়।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন ক্যান্টমেন্ট মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকান হতে পলাতক আসামী মোঃ শাহজাহান আলীকে গ্রেপ্তার করে।
একই ক্যাম্পের অপর একটি আভিযানিক দল সিপিএসসি, র্যাব-১, গাজীপুর এর সহায়তায় গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত রাসেল (২৪) কে গ্রেপ্তার করে। গাজীপুর জেলার শ্রীপুর থানার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী একজন গার্মেন্টস কর্মী। ধৃত অভিযুক্ত এবং ভুক্তভোগী পূর্বপরিচিত। যার প্রেক্ষিতে ধৃত অভিযুক্ত প্রায় সময় ভুক্তভোগীর ভাড়া বাসায় যাতায়াত করতো। ধৃত আসামী ও ভুক্তভোগীর মাঝে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১০ জুলাই বিকেলে ভুক্তভোগীর নিজ ভাড়াটিয়া বাসায় বিয়ের মিথ্যা আশ্বাসে তার ইচ্ছার বিরুদ্ধে ধৃত অভিযুক্ত জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায় ধর্ষণ দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল সিপিএসসি, র্যাব-১, গাজীপুর এর সহায়তায় ধৃত অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধায় ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার প্যাচার আটা রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক প্রধান আসামী রাসেল (২৪) কে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।