টাঙ্গাইলের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম- টিএসএফ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারজন সাংবাদিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১১ আগস্ট) টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম- টিএসএফ আয়োজনে ৬৪ জেলার শতাধিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে স্বেচ্ছাসেবী এ মিলনমেলায় এই চারজন সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়।
এরা হলেন গাজী টেলিভিশন ও টাঙ্গাইল প্রতিদিন প্রত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা, খবরের কাগজের জেলা প্রতিনিধি ও যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট জুয়েল রানা, ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান ও সাংবাদিক মুক্তার হাসান। টাঙ্গাইল জেলার মানবিক সাংবাদিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়। ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম- টিএসএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হাসান রুবেল বলেন, “সত্য সম্প্রীতি ও ন্যায়ের পথে” এই স্লোগানকে সামনে রেখে মানবতার ফেরিওয়ালাদের চেতনাকে শান্তি ও আরও শক্তিশালী করতে এ অনুষ্ঠান দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী মিলন মেলা। যা স্বেচ্ছাসেবায় নতুন দ্বার উম্মোচিত হলো। সংগঠনটির স্বেচ্ছাসেবীদের নিয়ে দীর্ঘ ছয় বছর যাবত মানবতার স্বার্থে অসহায় মানুষদের সেবা দিয়ে আসছেন। বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচি, মানবিক সাংবাদিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় এই চারজন সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অফ ঢাকা- টাঙ্গাইলের প্রেসিডেন্ট মাহমুদুল হক সানু, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জজ কোর্টের অতিরিক্ত পি.পি এড.জহুরুল ইসলাম (জহির), এনপিবি নিউজের সম্পাদক মো. আল হাদী তালুকদার, টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মোস্তাক হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. সেলিম আল-মামুন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রেজওয়ান আহমেদ শরিফ, সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আবু নোমান, মামুন বিশ্বাস।
এর আগে, সকালে ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম- টিএসএফ আয়োজনে একটি আনন্দ র্যালি শহরের গুরুত্বপূর্ন রাস্তা প্রদক্ষিন করে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।