নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি ঘর ভাংচুর ও নির্মান কাজের জন্য আনা ইট সিমেন্ট লুটপাটের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার (২০ সেপ্টেম্বর ) উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ৬ আনি বকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ভোক্তভূগী আলমগীর হোসেন খান ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি ঘর টুকরো টুকরো অবস্থায় পড়ে আছে। সেই সাথে নির্মানাধীন সরঞ্জাম গুলোও পড়ে আছে। ঘরের খুটি ও টিন ঘটনাস্থলে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। অভিযোগ রয়েছে ঘরে থাকা নির্মান সামগ্রী প্রতিপক্ষের লোকজন লুটপাট করে নিয়ে যায়।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর হোসেনের ৪ শতাংশ ভিটা জমি গত তিন বছর যাবৎ প্রতিবেশি ফরিদুজ্জামান খান জোর পূর্বক দখলের পায়তারা করছে। গত শনিবার (২০সেপ্টেম্বর) সকালে ভোক্তভূগী বাড়ীতে না থাকায় ফরিদুজ্জামান খানের নির্দেশে মো. আমির খান, আনোয়ারা, হেলেনা, বকুলসহ তার স্বজনরা ভুক্তভোগীর গোয়ালঘর ভাংতে থাকে। এ সময় বাধা দিতে গেলে আলগীর হোসেন ও তার স্ত্রীকে মারধর করে এবং গলায় থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়। এর পর বিলকিস বেগম নামের আরেকজন নারীকেও মারধর করে এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। অতপর ভুক্তভোগীসহ তাদের তিন ভাইকে এলোপাথারি লাঠিপেটা করে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে কদ্দুস খান এবং কামরুজ্জামান খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি গুলো প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসে।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, বিবাদী প্রতিবেশী মৃত: আরমান আলী খানের ছেলে ফরিদুজ্জামান খান ও তার স্বজনরা মিলে আমাদের বসত ঘরে ভিতরে জমি পাবে দাবি করে কিছু সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর করে। ঘরের টিন ও মাটি খুঁড়ে ঘরের খুঁটি তুলে ফেলে ভাংচুর করে ছিন্নভিন্ন করে ফেলে। এসময় ঘরে থাকা সিমেন্ট ও ইট জোরপূর্বক নিয়ে যায়।
এ সময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা বাঁশের লাটি ও কাঠ দিয়ে মারতে আসে। সেই সাথে তারা আমাদের কে কোথাও কোন অভিযোগ না করার জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। আমরা চরম নীরাপত্তাহীনতায় ভূগছি।
উক্ত ঘটনা নিশ্চিত করে প্রতক্ষদর্শী হেলাল খান জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যেই ঝগড়াঝাঁটি ও মারামারি করে এলাকায় অশান্তি সৃষ্টি করছে। ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম এবং দু পক্ষকে শান্ত করার চেষ্টা করেছি। ঘরবাড়ি যারা ভাঙচুর করেছে আমি তাদের অতিদ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন খান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।