সমাচার ডেস্ক : টাঙ্গাইল পৌরসভার বৈল্লা বাজারের পাশে পরিত্যক্ত একটি জায়গায় গাঁজার বাগানের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচলনা করেন টাঙ্গাইল র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম।
এসময় তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। পরে এসে দেখি একটি পরিত্যক্ত জায়গায় বিশাল একটি গাঁজার বাগান রয়েছে। পরে আমরা সেই গাঁজা গাছের যে পাতা থাকে সেখান থেকে পাতা নিয়ে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরিক্ষা করে দেখেছি যে এটা আসল গাঁজার বাগান। তবে জায়গার মালিক ও স্থানীয় কাউন্সিল সাথে কথা বলেছি কে এই বাগানটি করেছে সে বিষয়ে আমাদের ছায়া তদন্ত চলছে। বাগানটি ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
টাঙ্গাইল পৌরসভার কাউন্সিল ফরহাদ হোসেন রুবেল বলেন, আমরা জানি যে এটা ভান পাতা বা আগাছা। যেহেতু প্রশাসন বলছে গাজাঁ সেক্ষেত্রে আমরা সার্বিক ভাবে সহযোগীতা করবো।
এ বিষয়ে জমির মালিক রফিকুল ইসলাম বলেন, আমার অজান্তেই এ বাগান হয়েছে। তবে ধারনা করতে পারছি যে এটা গাঁজা গাছ নয়। আমি গাঁজা কি তাই বলতে পারবো না। আমরা তো জানি এগুলো আগাছা।