টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির কিছু নেতাকর্মী ও প্রভাবশালীরা দলের নাম ব্যবহার করে গরীবের ভিজিএফের ১০ কেজির চালে ভাগ বসাচ্ছেন। তারা শতশত স্লীপ হাতিয়ে নিচ্ছেন। এতে বঞ্চিত হচ্ছেন অসংখ্য অসহায়, দুঃস্থ ও হতদরিদ্ররা। কতিপয় নেতাকর্মীরা তাদের স্বজনরা চাল উত্তোলন করে প্রকাশ্যে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে।
উপজেলার বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, সরকারিভাবে ভিজিএফের আওতায় উপজেলায় ৬টি ইউনিয়নে ১০ হাজার ২৯৫ জন অহসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ঈদ উপহার হিসেবে প্রায় ৩২ টন চাল বরাদ্দ এসেছে। তারমধ্যে অলোয়া, গাবসারা ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে চাল বিতবরণ করা হয়েছে।
সরেজমিনে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চত্বর ঘুরে অসংখ্য দুঃস্থ ও হতদরিদ্রদের সাথে কথা বলে জানা যায়, তারা পরিষদের বারান্দায় ভোটার আইডি কার্ড নিয়ে ঈদ উপহারের ১০ কেজির একটি স্লীপের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে, কিন্তু পরিষদ থেকে তাদের কোনো স্লীপ দেয়া হচ্ছে না।
টাঙ্গাইলের ভূঞাপুরে বিনামূল্যের ১০ কেজি চাল সংগ্রহ করছে উপকারভোগীরা।
শুধু গোবিন্দাসীতে এমন অনিয়ম নয়- উপজেলার ফলদা, অর্জুনা ও নিকরাইলেও একই চিত্র। চেয়ারম্যানদের চাপ সৃষ্টি করে বিএনপির নাম ভাঙিয়ে শতশত ভিজিএফের স্লীপ হাতিয়ে নিচ্ছেন কতিপয় নেতাকর্মীরা।
বঞ্চিতরা অভিযোগ করে বলেন, মেম্বারদের কাছে গেলে তারা জানায় মাত্র কয়েকটি ভিজিএফের স্লীপ পেয়েছিলাম। কাকে রেখে কাকে দেব বুঝে উঠতে পারছি না। তারা আরও বলেন, আমরা হতদরিদ্র ও গরীবরা চাল পাচ্ছি না। বিএনপির নাম করে তাদের দলীয় নেতাকর্মী ও প্রভাবশালীরা সরকারের ঈদ উপহারের চালে ভাগ বসিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্যরা জানান, ঈদ উপহারের ভিজিএফের মাত্র ৩০-৩৫ টি করে স্লীপ দিয়েছে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। বাকিগুলো সে কি করেছে তিনিই জানেন।
গোবিন্দাসী ইউপি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, মেম্বারদের দেওয়া হয়েছে ৩০টি করে, আমি দুঃস্থদের দেওয়ার জন্য ১৫০টি নিয়েছি, প্রতিটি ওয়ার্ড বিএনপি নিয়েছে ৫০টি করে। এর বাইরে অন্যান্য বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বাকিগুলো বণ্টন করে নিয়েছেন।
ফলদা ইউপি প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ ওরফে স্বপন বলেন, তিনি নিজে বিতরণের জন্য নিয়েছেন ২’শ, উপজেলা পরিষদ থেকে বিতরণের জন্য দেওয়া হয়েছে ২’শ, দলীয় নেতাকর্মী নিয়েছে ৬’শ এবং বাকিগুলো মেম্বাদের দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, চেয়ারম্যান মেম্বাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রকৃত দুঃস্থ ও হতদরিদ্ররা সরকারের ঈদ উপহার পায় এবং এর কোনো ব্যতয় যেন না ঘটে।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন শিক্ষার্থী শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে...
ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের কথা বললেও, নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে নেই জামায়াত ইসলামী জামায়াত ইতিমধ্যেই সমমনা ইসলামী দলগুলোকে একত্রিত...
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।...
সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ৫০টি বড় প্রতিষ্ঠানের ঋণ ১৫ বছরের মেয়াদে পুনঃতফসিলের অনুমোদন দিয়েছে। এ সুবিধায় মাত্র ১% ডাউন পেমেন্টে সব ঋণ...
সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা...