মোঃ আবুল হোসেন আকাশ: টাঙ্গাইলের মধুপুরে হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৬ সেপ্টেম্বর সকাল ৯ টায় মধুপুর উপজেলা হল রুমে, হৃদয় মধুপুর ব্লাড সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মধুপুর উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোস্তফা হোসাইন। মধুপুর থানার ও সি তদন্ত মো. রাসেল আহম্মেদ। মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম শহীদ, স্বেচ্ছায় রক্ত দাতাদের মধ্যে বক্তব্য রাখেন, মো. সুরুজ আলী,তিনি বলেন, আমি মনের আনন্দে এ পর্যন্ত ৭৮ বার রক্ত দিয়েছি, ভবিষ্যতে আরও দিব ইনশাআল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক মো. মেজবা উদ্দিন আহম্মেদ, প্রভাষক মো. নাজিবুল বাশার, মো. হারুন মাস্টার সহ, হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির অন্যান্য সদস্য বৃন্দ।
এ ছাড়াও জামালপুর জেলা, মুক্তাগাছা উপজেলা, ঘাটাইল উপজেলা, কালিহাতী উপজেলা, সরিষাবাড়ী উপজেলা, ধনবাড়ী উপজেলা, গোপালপুর উপজেলা ব্লাড গ্রুরুপের সদস্য বৃন্দ। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে ও লটারি ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।