টাঙ্গাইলের ভূঞাপুরে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও যৌতুক রোধ, মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপপরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সমাজকে সন্ত্রাস-উগ্রবাদ ও মাদকমুক্ত রাখতে ইমাম, মাদ্রাসা সুপার ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা প্রতিষ্ঠা ছাড়া শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ, এসআই এমারত হোসেন, প্রশিক্ষক দেলোয়ার হোসেন, রাশিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম। বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি এবং নারীর প্রতি সহিংসতা রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা আরও জানান, ইমাম ও শিক্ষকরা সমাজে সচেতনতা তৈরির সবচেয়ে বড় মাধ্যম, তাই এ বিষয়ে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
দিনব্যাপী এ সভায় ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম, মাদ্রাসার সুপার ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সমাজকে নিরাপদ, শান্তিপূর্ণ ও নৈতিকতায় সমৃদ্ধ করতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রচারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।











