সোমবার গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজারের ব্যবসায়ীরা প্রাণপণ চেষ্টা চালান আগুন নিয়ন্ত্রণে আনতে।

খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিস ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই মল্লিক মার্কেটের চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মতে, আগুনে তাদের কয়েক লাখ টাকার মালামাল ও আসবাবপত্র নষ্ট হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই এখন চরম আর্থিক ক্ষতির মুখোমুখি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে প্রশাসনের নিকট তদন্তের দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।











