টাঙ্গাইলের ঘাটাইলে আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত দে সরকার, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ বাবুর হোসেন চৌধুরী, অভিভাবক প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তালুকদার, শিক্ষক প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম খানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী, এসএসসি ও বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিবৃন্দ তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত দে সরকার বলেন,“আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গঠনের কর্ণধার। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করলে একদিন জাতির গর্ব হয়ে উঠবে।”
অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সততা, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি অটল থাকার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।











