নিজস্ব প্রতিবেদক : জেলা সরকারি গণগ্রন্থাগার, টাঙ্গাইলের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্ররিয়ান শামীম আরা সুবর্ণার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সময়ের সাহিত্যকণ্ঠ’ পত্রিকার সম্পাদক-কবি আযাদ কামাল ও টাঙ্গাইল জোবাইদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশাররফ হোসেন। কেয়ারটেকার শ্যামল চন্দ্র কর্মকারের সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইব্রেরি সহকারী মো. ওয়াকিফুল ইসলাম। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।











