মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত ১৫ ডিসেম্বর, রবিবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় চিত্রাংকন, রচনা, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পিটিআইয়ের অবসরপ্রাপ্ত সহকারী সুপারিন্টেনডেন্ট কার্তিক চন্দ্র রায়, সংগীতশিল্পী শামছুজ্জান দারু, তবলা বাদক মঙ্গল সেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান শিশির, কবি কুশল ভৌমিক, সংগীতশিল্পী জাকিয়া পারভীন, কবি আযাদ কামাল ও আবৃত্তিশিল্পী তাবাচ্ছুম আরেফিন ছন্দা।
এরপর দুপুর ১২ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এ, এম, জহিরুল হায়াত, কুমুদিনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কুশল ভৌমিক, ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক জাকিয়া পারভীন ও সময়ের সাহিত্যকণ্ঠের সম্পাদক কবি আযাদ কামাল। প্রতিযোগিতায় বিজয়ী ত্রিশ জন শিশুর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। প্রায় দুশতাধিক শিশু এতে অংশগ্রহণ করে