উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫–এর ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে। বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোতে বসবে এই ড্র অনুষ্ঠান। প্রথম রাউন্ডের ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।
এবারও চ্যাম্পিয়ন্স লিগে থাকছে না গ্রুপ পর্ব; পরিবর্তে খেলা হবে লিগ ফরম্যাটে। প্রতিটি দল খেলবে ৮টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে—৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ নির্ধারণ করবে বিশেষ সফটওয়্যার, যা একই সঙ্গে ম্যাচের ভেন্যু (হোম/অ্যাওয়ে) জানিয়ে দেবে।
নতুন চার দল প্রথমবার এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে চারটি নতুন ক্লাব
পাফোস এফসি (সাইপ্রাস) বোডো (নরওয়ে) কাইরাত আলমাটি (কাজাখস্তান) ইউনিয়ন সেইন্ট-জিলোয়া (বেলজিয়াম) এছাড়া বাছাইপর্ব থেকে আরও তিনটি দল মূল পর্বে উঠেছে। লিগ পারফরম্যান্সের ভিত্তিতে ইতোমধ্যে ২৯টি ক্লাব নিশ্চিত করেছে আসর।
ড্র পদ্ধতি মোট ৩৬টি দলকে রাখা হবে ৪টি পটে (প্রতি পটে ৯টি দল)। প্রতিটি দল পাবে ৮টি প্রতিপক্ষ—প্রতি পট থেকে দুটি করে। একই দেশের ক্লাব একে অপরের বিপক্ষে খেলবে না।
প্রতিটি দল সর্বোচ্চ অন্য দেশের দুটি দলের মুখোমুখি হতে পারবে। বিশ্বসেরা ক্লাব ফুটবলের এই লড়াই দেখতে মুখিয়ে আছে লাখো দর্শক। বৃহস্পতিবারের ড্র-ই জানিয়ে দেবে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, লিভারপুলসহ ইউরোপের জায়ান্টরা কার কার বিপক্ষে মাঠে নামছে।