মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন “চট্টগ্রাম-কক্সবাজার জেলা ছাত্র কল্যাণ পরিষদ”-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদায়ী সভাপতি সউদ বিন সরওয়ার ও সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মিসবাউল হাসান শাকিল, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি শাকিল বলেন,“এই সংগঠন কেবল একটি ছাত্রসংগঠন নয়—এটি একে অপরের পাশে দাঁড়ানোর, সহমর্মিতা ও ঐক্যের একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য থাকবে সদস্যদের অধিকার ও সমস্যা নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং শিক্ষা-সংস্কৃতিমূলক কার্যক্রমে সক্রিয় থাকা।” সাধারণ সম্পাদক শাখাওয়াত চৌধুরী বলেন, “চট্টগ্রামের ঐতিহ্য ও কক্সবাজারের সংস্কৃতিকে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে তুলে ধরাই হবে আমাদের মূল উদ্দেশ্য। আমরা ক্যাম্পাসে ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করার পরিকল্পনা নিয়েছি।” কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি:শাহরিয়ার ইসলাম মাহিন ,তাফহীমুল আফিফা,ইমরানুল ইসলাম ওআবারার সাহরিয়ার।
যুগ্ম সাধারণ সম্পাদক:আসমা আক্তার রুপা,নওরীন লামিয়া, আনিকা প্রমিন প্রমি, আহাদুজ্জামান রোহান ও মাসুম আলম। সাংগঠনিক সম্পাদক: নাজমুস সাকিব আলভি , দপ্তর সম্পাদক: রুপজয় বড়ুয়া রুপ ,কোষাধ্যক্ষ: হামজা উল ইসলাম ,প্রচার সম্পাদক: সৈয়দ মো. জয়নুল আবেদীন ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. তারেকুল ইসলাম
, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: রিদুয়ানুল হক জায়েদ , নারী বিষয়ক সম্পাদক: ওয়াযিহা শহীদ নিহা,সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মোবাশ্বিরুল ইসলাম শাকিল ,পরিবেশ বিষয়ক সম্পাদক: মঈনুল ইসলাম ,ফুড ম্যানেজমেন্ট সম্পাদক: সাইফুল ইসলাম ,স্বাস্থ্য ও সুরক্ষা সম্পাদক: ইকরাম উল লাবলু ,স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক: সাদমান সাকিব আদিল, আপ্যায়ন সম্পাদক: তারেক ইসলাম ,খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক: মাহমুদুল ইসলাম সাইম,যোগাযোগ ব্যবস্থাপনা সম্পাদক: ইফতেহার উদ্দিন জায়েদ,বস্ত্র ও শিল্প বিষয়ক সম্পাদক: সাখাওয়াত হোসেন শাওন,নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক: মাইমুনা বেগম ,ক্রীড়া সম্পাদক:মো. রিফাত,মোহাম্মদ আসাফ নাবিল,সাজিদ তাসনিম ও
মেহেরুনা হাসনাত,আইন বিষয়ক সম্পাদক:রাফিদুল ইসলাম চৌধুরী, মো. সাজ্জাদ হোসেন সোহান ও সামসিয়া হোসেন সারা,ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: মেজবা উদ্দিন আলফি,ফরহাদ আলী আকিব ও উম্মে কুলসুম সামিয়া ,তথ্য ও নিরাপত্তা সম্পাদক: আজরাফ হোসাইন আফসিন ওমো. জাহিদুর রহমান,বনায়ন ও বৃক্ষরোপণ সম্পাদক: জান্নাতুল নূর জাকিয়া ,বিজ্ঞান বিষয়ক সম্পাদক:ফুয়াদ কায়সার সিয়াম,ফটো ও ভিডিওগ্রাফি সম্পাদক:আবদুল্লাহ আল মামুন,আঞ্চলিক সংস্কৃতি বিষয়ক সম্পাদক:উম্মে হাফসা নেহা।