ঘাটাইলে প্রবীণ হিতৈষি সংঘের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্সের ভেতর সংঘের কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ হিতৈষি সংঘ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মো: হাসান আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,ইউএনও মো: আবু সাঈদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সমাজ সেবা কর্মকর্তা আবু হান্নান, সংঘের সাধারন সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা,অধ্যক্ষ শামছুল আলম মনি,অধ্যাপক মতিয়ুর রহমান খান, ব্যাংকার মো: হাসান আলী,বীর মুক্তিযোদ্ধা বাছিত করিম প্রমুখ।