মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু ভাইয়ের ধানের শীষ মার্কার প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়।
সোমবার ১৭ নভেম্বর এই কার্যক্রমে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মিল্টন চৌধুরী,ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কায় খসরু,উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহাম্মেদ সোহাগ,উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক হাতেম আলী ,শহর শ্রমিক দলের সভাপতি খন্দকার জামাল উদ্দিন,পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন, শহর কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন ,জাসাস সম্পাদক নবগ্রাম,আলমনগর ইউনিয়ন।
সমবেত জনসাধারণের উদ্দেশ্যে উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আব্দুস সালাম পিন্টুর হাতকে শক্তিশালী করার আহবান জানান ও ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।











