গণহত্যার মামলায় আজ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতি সন্তোষজনক। বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে।”
এসময় উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। চলমান বিচার প্রক্রিয়া জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম জোরেশোরে চলছে।
ইতোমধ্যে একাধিক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে ট্রাইব্যুনাল-১ এবং ট্রাইব্যুনাল-২-এ বিচারকাজ চলছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।