কুরতুবী আলিম মাদরাসার ২য় আবৃত্তি উৎসব গতকাল সোমবার সকালে কুরতুবী গার্লস আলিম মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কুরতুবী মাদরাসার চেয়ারম্যান হারুনুর রশীদ খান। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার সদস্য সচিব মো. রেজাউল করিম, পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন কুরতুবী সাংস্কৃতিক সংসদের সদস্য সচিব আবুল কালাম আজাদ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কুরতুবী আলিম মাদরাসার প্রভাষক কামরুন্নাহার, কুরতুবী গার্লস আলিম মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক আনিকা খান ও কুরতুবী সাংস্কৃতিক সংসদের প্রশিক্ষক অরণ্য ইমতিয়াজ।
কুরতুবী গার্লস আলিম মাদরাসার ছাত্রীরা একক, দৈত ও কোরাস আবৃত্তি পরিবেশন করে।











