কুরতুবী মাদরাসা টাঙ্গাইল এর সকল হিফয শাখার শিক্ষার্থীদের নিয়ে গত সোমবার শহরের সাবালিয়াস্থ কুরতুবী অডিটোরিয়ামে কুরতুবী আন্ত:শাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন করেন মাদরাসার চেয়ারম্যান হারুনুর রশীদ খান। সারাদিন প্রতিযোগিতা শেষে বিভিন্ন শাখার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও টাঙ্গাইল পিংক সিটির চেয়ারম্যান খন্দকার নুরুল আলম ও বিশিষ্ট ব্যবসায়ী ও টাঙ্গাইল পিংক সিটির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মিন্টু মোল্লা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মোঃ রেজাউল করিম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ জহুরুল ইসলাম, মুক্তাগাছা ও ফুলবাড়িয়া শাখার পরিচালক মোঃ আব্দুল কাদের সরকার, হিফয বিভাগের প্রধান মাওলানা ইমাম উদ্দিন, আদি টাঙ্গাইল শাখার পরিচালক মাওলানা আবুল হাশেম, সখিপুর শাখার পরিচালক মুফতি নুরুল ইসলাম, বিচারকমণ্ডলী, শাখা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।











