নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে নিহত ও আহত ভাইদের স্মরণে শহীদি মার্চ উপলক্ষে র্যালী, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারি ঢাকা ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ছাত্র মো. মনির হোসেনের নেতৃত্বে বাস স্টান্ড থেকে র্যালীটি বের হয়ে উপজেলাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পেও সরকারি কলেজের শহীদ মিনারের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইদ্রিস খান, আবু বক্কর, হিমেল, রিপন, বাদল, নাছিমা আক্তার ও নাদিয়া প্রমুখ।
আলোচনা শেষে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেই সাথে প্রধান বক্তা মনির হোসেন বলেন, ছাত্রলীগের নামধারি কিছু ছাত্র বিভিন্ন অপকর্ম করে ছাত্র আন্দোলন কে ব্যহত করার চেষ্টা করে যাচ্ছে। তাই সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।