সমাচার ডেস্ক : ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরের যাত্রায় নেই যানবাহনের চাপ। দূরপাল্লার গণপরিবহনও খুব একটা চোখে পড়েনি। এদিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে স্বাভাবিক সময়ের মতোই।
তবে খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে অনেককেই।
শনিবার (৬ এপ্রিল) মহাসড়কের বিভিন্ন জায়গা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও শনিবার ভোর রাত থেকে মহাসড়কে চাপ নেই। কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি এবং মহাসড়কে স্বস্তির ঈদযাত্রার লক্ষে প্রায় সাত শতাধিক পুলিশ সদস্য পালাক্রমে কাজ করছেন।
বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে প্রায় ২৮ হাজার ৭১০ টি যানবাহন। এখন পর্যন্ত সেতুতে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয়নি। আশা করছি সেতু দিয়ে উত্তরবঙ্গের মানুষ নিরাপদে পৌঁছাতে পারবে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘রাতে কিছুটা গাড়ির চাপ ছিল কিন্তু এখন তেমন চাপ নেই। আশা করছি মহাসড়কে কোনো যানযট হবে না। ঘরমুখো মানুষ নির্ভিঘ্নে তাদের গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে।’