টাঙ্গাইলে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে টাঙ্গাইল জেলা দল বিজয়ী হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ঢাকা উত্তরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় টাঙ্গাইল জেলা দল ও কিশোরগঞ্জ জেলা দল অংশগ্রহন করে। শুরুতে টাঙ্গাইল জেলা দল টসে জিতে ব্যাটিং করে ৪৬ ওভারে ১৩৩ রান করে। বিপরীতে কিশোরগঞ্জ জেলা দল ৪১ ওভারে ১২২ রান করে আল আউট হয়ে যায়। টাঙ্গাইল জেলা দল ১১ রানে বিজয়ী হয়। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় টাঙ্গাইল জেলা দলের খেলোয়ার মনতাসির রহমান।
খেলা শেষে দুই দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ শিহাব রায়হান। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফাহিম শাহরিয়া, টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মাছুদ রানা। পুরষ্কার বিতরন অনুষ্ঠানে অংশগ্রহনকারী খেলোয়ার,কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরন অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলার ক্রিকেট কোচ আরাফাত রহমান। পরে দুই দলকে চ্যাম্পিয়ান ও রানারআপের পুরস্কার দেয়া হয়।