বৃহস্পতিবার (২১ আগস্ট) ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য ও অর্জন নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
আলী রীয়াজ রাষ্ট্রদূতকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাইয়ে ঘোষিত জাতীয় সনদের বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে অবহিত করেন। রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “ঐকমত্য কমিশনের কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়। এই প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।”