সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত গাজা সিটিতে সম্পূর্ণ দখলদারিত্বের পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েল। এরপরই ফুঁসে উঠেছে স্থানীয় ফিলিস্তিনিরা। প্রয়োজনে এই গাজায় মৃত্যুকে বরণ করতে প্রস্তুত, তবুও গাজা ছেড়ে না যাওয়ার আহ্বান বেশিরভাগ ফিলিস্তিনির।
ফিলিস্তিনি রাজাব খাদের বলেছেন, তিনি জোরপূর্বক গাজা ছেড়ে যেতে রাজি নন। ‘ইসরায়েল গাজায় আমাদের দেহ ও আত্মা ছাড়া কিছুই পাবে না। আমরা এখানেই মরব। আমি দক্ষিণ গাজায় যাব না।’ আমি দক্ষিণ গাজায় গিয়ে কুকুর ও অন্যান্য প্রাণীদের মতো রাস্তায় থাকতে চাই না। আমরা মানুষ, ইসরায়েল ও বিশ্বের অন্যান্য মানুষের মতো বেঁচে থাকার ও টিকে থাকার অধিকার চাই।’
একই অনুভূতি প্রকাশ করেছেন আহমেদ হিরজ, যিনি বলেছেন যে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ও তার পরিবার অন্তত আটবার বাস্তুচ্যুত হয়েছেন। ‘এখন আমরা এখানে আছি, আর ইসরায়েল আমাদের আবার উচ্ছেদ করতে চাইছে। আমরা কোথাও যাব না’। ‘আল্লাহর কসম, আমি একশ’বার মৃত্যুর মুখোমুখি হয়েছি, তাই আমার জন্য এখানে মরাই ভালো। আমি কখনো এ স্থান ছাড়ব না,’ তিনি বলেন। ‘আমরা ভোগান্তি, ক্ষুধা, নির্যাতন ও করুণ অবস্থার মধ্য দিয়ে গিয়েছি। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলোএখানেই মরব।’